তো বাড়ির মালিক টের পায় এবং বেশি সাহস দেখাইতে গিয়ে একা একা গেল চোর ধরতে। তো চোর তিনটা বুদ্ধি করল বেটারে একটা অভিনব শাস্তি দিবে।
তো চোর তিনটা মালিককে ধরে গরুর সাথে উলঙ্গ করে দড়ি দিয়ে বেধেরেখে চলে গেল।
পরের দিনসকালে বাড়ির লোকজন তার বাধন খুলে দিল,
তো সে সাথে সাথে একটা লাঠি খুজতে লাগল জামা কাপড় না খুজেই।
.
একটা লাঠি পেয়ে সাথে সাথে গরুর বাছুরটিকে পেটাচ্ছেআর বলতে লাগল
"কাল সারারাত বললাম আমি তোর মা না, তারপরেও সে সারারাত দুধ মনে কইরা আমারটা চুষতেছিল কেন ???
----------------------------------
জীবন নিয়ে হতাশ University পড়ুয়া এক স্টুডেন্ট সুইসাইড করতে রেললাইনের উপর শুয়েপড়লো। ট্রেন খুব কাছে চলে আসছে এমন সময় সে লাফ দিয়ে উঠে পড়ে রেললাইন
থেকে সরে গিয়ে বললো,
.
ধুস শালা !!! সুইসাইড করতে এসেছি এইটা তো ফেসবুকে স্ট্যাটাসই দিইনি...!!
---------------------------------
স্যারঃ কি ব্যাপার সবাই চেঁচামেচি করছো কেন? এখন কার পিরিয়ড চলছে?? কয়েকটা মেয়ে দাঁড়িয়ে বলল,
:
স্যার। আমাদের!!!
--------------------------------
মধ্যে ঢুকানোর চেষ্টা করছে...........!! এটা দেখে তার এক
বন্ধু বলল, "কিরে আবুল, তোর মাথায় কি ঘিলু বলতে কিছু নাই? জানস না কুকুরের লেজ কখনও সোজা হয়না..." তখন আবুল বলল..........
.
.
"আরে ব্যটা!! আমারে কি তোর মত গাধা পাইছস, আমি তো কুকুরের
লেজ দিয়া পাইপ ডা বাঁকানোর চেষ্টা করতেছি!!"