বল্টু : কি করে ওজন কমাবো ডাক্তার সাহেব ?
ডাক্তার : খাওয়া- দাওয়া একটু নিয়ম করে করবে । সকালে ২ পিস টোস্ট আর এক গ্লাস দুধ , দুপুরে এক প্লেট ফল আর রাত্রে একটু মুরগির স্যুপ দিয়ে ২ টা রুটি । ব্যাস ।
বল্টু : এগুলো কি খাওয়ারন আগে পরে ২ বার করেই খাব ?
------------------------------
Boy: Hello, Pammi
darling... কেমন আছো ?
Girl: কে বলছেন ?
Boy: তোমার আশিক জানেমান!
Girl: তুই আবুল না ?
Boy: হুম, কিন্তু তুমি কিভাবে জানো ?
Girl: তুই জামাল এর ছেলে না ?
Boy: হুম, কিন্তু তুমি কিভাবে বুঝলে ?
Girl: তুই কুদ্দুস এর নাতি না ?
Boy: হা !! কিন্তু জানু,
তুমি এসব কিভাবে জান ?
Girl: Abuylla, কুত্তা, পাজি, আমি তর মা !! তুই 'pammi' রে না, 'Mammi' রে ফোন দিসস....!!
---------------------------
ক্লাসে মেডাম পড়াচ্ছে ... এক দিন এই বিশ্ব ধ্বংশ হয়ে যাবে পৃথিবীটা তুলার
মত উড়তে থাকবে ,আকাশ,পাতাল এক হয়ে যাবে,
তখন এক ছাত্র বলল , মেডাম সে দিন কি ,আমাদের স্কুল বন্ধ থাকবে ?
---------------------------
।
বউ হচ্ছে TV আর গার্লফ্রেন্ড হচ্ছে MOBILE!
।
বাসায় থাকলে টিভি দেখেন, আর বাইরে গেলে মোবাইল!
।
TV সারাজিবন ফ্রি সার্ভিস দেয়, মোবাইল চালাইতে গেলে টাকা লাগে।
।
TV বড়, মোটা, ওজন বেশি! আর মোবাইল কিউট, স্লিম, ওজন কম, Portable!
।
TV তে রিমোট থাকে, মোবাইল এ থাকে না।
।
মোবাইলে এ দুই পাস থেকে কথা বলা ও শোনা যায়, TV তে খালি শুনতে হয়, বলার কিচ্চু নাই!
।
সবার শেষে TV তে কোন ভাইরাস নাই! মোবাইলে এ মাঝে মাঝেই ভাইরাস আসে! ।