মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১১৮- সাধুবাবা (১৮+)

হাবলুঃ ডাক্তার, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা।
কিন্তু ভালো দিক এই যে আমার গ্যাসের গন্ধ হয় না,
আওয়াজও হয়না। এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস
ছেড়েছি; কিন্তু কেউ টেরই পায়নি।
ডাক্তারঃ এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন।
এক সপ্তাহ পর...
হাবলুঃ এ কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব, আমার গ্যাসে এখনো আওয়াজ নেই;
কিন্তু জঘন্য গন্ধ বের হয়!
ডাক্তারঃ গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে; এখন আপনার কানের চিকিৎসা করতে হবে...!!
-------------------------------

মহিলা: কি চাই ?কাকে দরকার ?
লোক: আপনার স্বামীকে দরকার | উনি কি ঘরেআছেন ?
মহিলা: কেন, কি দরকার শুনি ?
লোক: না, মানে,, সামান্য কিছু টাকা….
মহিলা: নেই, সাহেব বাড়িতে নেই | গতরাতে তিনি লন্ডন গিয়েছেন |
লোক: ওনার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম | সেটা সোধ করতে এসেছি |
:
:
মহিলা: কাল লন্ডন গিয়েছিলেন, তবে আজই
সকালে ফিরেছে…..
------------------------------

এক লোকের ক্যানসার হয়ছে। ডাক্তার বলেছে বেশী দিন
বাচঁবেনা। কিন্তু সে সবায় কে বলে তার
এইডস্ হয়ছে। একদিন তার বউ তাকে জিঙ্গেস করলো,
তোমার তো ক্যানসার হয়ছে তুমি সবায়কে এইডস্ বলো কেনো ?
লোকটি বললো:
আমার মরার পরে যেন তোমার গায়ে কেউ হাত দেওয়ার সাহস না পায়!!!
-------------------------------

দুই বান্ধবীর মাঝে কথা হচ্ছেঃ
১ম জনঃ এই জানিস কাল যখন আমি আমার
বয়ফ্রেন্ডের সাথে মটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছিলাম
তখন আমার মা দেখে ফেলেছেন !!
২য় জনঃ সেকিরে তোর মা তো অনেক
রাগী, তা উনি কি বললেন?
১ম জনঃ মা এসে
|
আমাকে একটা চড় দিয়ে বলল দে হারামজাদি বাস ভাড়ার
টাকাটা ফেরত দে !
------------------------------

সাধুবাবা তার অনুসারীদের নিয়ে বঙ্গোপসাগরে গেছেন
স্নানের জন্য। উদ্দেশ্য পাপ ধুয়ে ফেলা। গোসল শেষ করে সবাই উঠলো কিন্তু সাধুবাবার ওঠার কোন নাম নেই।
তা দেখে একজন বলল,
"কি সাধুবাবা, আপনি উঠছেন না কেন?"

সাধুবাবা উত্তরে বললেন......
"বৎস, পাপ ধোয়ার সাথে সাথে যে গামছাটাও ধুয়ে চলে যাবে তা ভাবতেই
পারিনি।"