লেখাঃ অনুভূতিহীন পাগল
--------------------------
বিয়ে?কি বলিস তুই এইসব?কবে বিয়ে?প্লিজ অন্য কাউরে বিয়ে করিস না,আমি থাকতে পারবো না,সাফিনের কন্ঠটা কেপে ওঠে ৷
তুই আমাকে বিয়ে কর প্লিজ,আমি অন্য কাউকে তোর জায়গায় বসাতে পারবো না,আমাকে নিয়ে প্লিজ পালিয়ে যা দূরে,কথাগুলো ফোনের ওপাশ থেকে বলার সময় একফোটা পানি গরিয়ে পরেচোখ থেকে রিমির ৷
সবে অনার্সে ভর্তি হলো ওরা,কি করবে পালিয়ে,চাকরি পেতে হলে আরো তিন থেকে তিন থেকে চার বছর লাগবে সাফিনের,অথচ ওর বিয়ে এক সপ্তাহ পর৷
আচ্ছা পালাবো, কিন্তু হুট করে বিয়ে কেনো ঠিক করলো তোর বাবা?
পালিয়ে বিয়ে হয়তো করতে পারবে কিন্তু মেয়েটার এতে কষ্ট হবে,ছোটবেলা থেকে বিত্তের মধ্যে বেরে ওঠা মেয়েটাকে কষ্ট মধ্যে রাখতে পারবে না, বাবা মাকে বলা যাবেনা রিমির বাবার কাছে প্রস্তাব দিতে,মেনে নেবেন না রিমির বাবা৷মনে মনে সিধান্ত নিয়ে ফেলে সাফিন,কষ্ট দিবে না রিমিকে,ওর পথ থেকে সরে যাবে৷
বাবার বন্ধুর ছেলে,সুইজারল্যান্ডে নিজের বিজনেস আছে,পছন্দ করে গেছে গতকাল বিকেলে এসে,শীঘ্রই বিয়ে সারতে চায়,বিয়ের পর নিয়ে যাবে সুইজারল্যান্ড,আগামী মাসের ছয় তারিখ বিয়ে ,তুমি কিছু করো সাফিন,নাহলে ....গলা আটকে আসে ওর৷
রিমি,আমার কথাটা শুনো ,তুমি ওকেই বিয়ে করো প্লিজ,অামি কি দিতে পারবো বলো,অনেক সুখে রাখবে তোমাকে ওই ছেলে....
তাই?
ফোনটা রেখে দেয় সাফিন ,মোবাইলটা হাতের কাছে রাখা যাবেনা,সুইচড অফ রাখে ও, সাতটা দিন অফ রাখতে হবে,বিয়ে হয়ে যাক,তারপর সব আগের মত হয়ে যাবে৷
আসলেই রিমিকে কি দিতে পারবে ও?একটা মধ্যবিত্ত জীবন,কিন্তু পরীর মত সুন্দর মেয়েটার লাইফ থেকে সরে গেলেই তো .....
রিমি পারবে থাকতে ওকে ছারা,সুইজারল্যান্ড গেলেই সব ঠিক হয়ে যাবে ৷
তোকে সরে যেতে হবে সাফিন,রিমির ভালোর জন্যই তোকে চলে যেতে হবে রিমির জীবন থেকে৷
✘✘✘✘✘
সর,দেখ মন মেজাজ ভালো না,যা এখান 'থেকে,রবিনের কানের কাছে ডাকাডাকিতে বিরক্ত সাফিন মাথা না তুলেই যেতে বলে৷
ভাইয়া, তোর ফোন.
না,আমি ঘুমাচ্ছি
ভাইয়া,রিমি আপু, তোর সাথে কথা বলবে
লাফ দিয়ে বিছানায় বসে পরে ও,গতদুদিনে বন্ধ করে রাখায় রবিনের ফোনে ফোন দিছে রিমি, আজকে ওর খবরই আছে
হ্যালো
ফোন বন্ধ ক্যানো?
টাচ নষ্ট
গতকাল বিকালে দেখা করার কথা ছিলো?
আমার জ্বর
এখন আমাদের ছাদে আসবা
এখন?এই দুপুরে?
চারটা বাজে,পাচমিনিটের মধ্যে আমি ছাদে দেখতে চাই,নাহলে হাতে ব্লেড নিয়ে বসে আছি আমি
এই না,আমি আসছি
ফোনটা রেখে দেয় রিমি,মেয়েটার সাথে পারবেনা জানে সাফিন,আলনায় রাখা শার্টটা পরতে পরতে বের হয়ে যায় ও,পাঁচ মিনিটে পৌছাতে হবে রিমিদের ছাদে৷
✘✘✘✘✘✘✘
হাপাও কেনো?
দৌরে আসছি,সিরি বেয়ে আসতে কষ্ট হইছে অনেক,হাপাতে হাপাতে বলে সাফিন৷
৩৩ সেকেন্ড লেট, রিমি চোখ গরম করে তাকিয়ে থাকে৷
আমি কি করবো,আসতে তো টাইম লাগে
দুপুরে কি খাইছো?
ভাত, মাছ,মাংস,ফটফট করে বলে দেয় সাফিন৷
চোখ সরু করে চেয়ে থাকে রিমি সাফিনের দিকে
এইভাবে তাকাও ক্যানো?খাই নাই,ক্ষুদা লাগে নাই
চল,উপরে,সাফিনের হাত ধরে টান দিয়ে রিমি নিয়ে যায় জল ছাদের দিকে৷
✘✘✘✘✘
হা করোনা ক্যান?মুখ খোলো
রিমি হাতের দিকে চেয়ে আছে সাফিন৷
মেয়েটাকে এত ভালোবাসে ক্যান সাফিন,ওতো জানতোই রিমিকে পাবেনা ও৷
এইভাবে কে খাইয়ে দেবে ওকে,সবসময় টেইককেয়ার করবে
সাফিনের আর ভাবতে পারেনা ও,গলার কাছে কিছু একটা আটকে আছে মনে হচ্ছে,বুঝতে পারছে আর পাঁচদিন পর রিমি সুইজরল্যান্ড যাওয়ার সাথে সাথে ওর জীবনটাও শেষ হবে৷
কি, খাবা না তুমি?কত কষ্ট করে রান্না করলাম আমি,রান্না ভালো লাগে নাই ?
হালকা হাসে সাফিন,মেয়েটাকে কি করে বোঝাবে গলা দিয়ে খাবার নামবে না ৷
সত্যি সত্যি চলে যাবি রিমি?আমাকে ছারা থাকতে পারবি তুই?মনে পরবে না?
একটুও না,তোকে মনে পরবে ক্যানো?এখন খা প্লিজ ,হাতে থাকা ভাতটুকু মুখে দেয় সাফিনের৷
সাফিন
হু
আমাকে নিয়ে পালাতে পারবি না?
খাওয়াবো কি তোকে?
ক্যানো,তুই আমাকে আর আমি তোকে খাবো
হাসে সাফিন,পাগলি,তুই সুইজারল্যান্ডে কত্ত ভালো থাকবি,আমাকে মনেই পরবে না৷
আর একটু ভাত সাফিনের মুখে দেয় রিমি,সাফিনের কি পরিমান কষ্ট হবে বুঝতে পারছে,মরেই যাবে হয়তোবা৷
সাফিন
হু,খাওয়া শেষ,তোর ওরনা দে,মুখ মুছবো
নিজের ক্ষতি করবানা কখনো,আমার থেকেও সুন্দর কাউকে পাবা তুমি
হিহি,আচ্ছা,ঠিক আছে,তোকে না নীল জামায় পরীর মত লাগে
হাসে রিমি,পাগলটাকে ছারা থাকবে কিভাবে?না,বিয়ের আগের দিনই বিষ খাবে ও৷
কিরে,আজকেই বিয়ে নাকি তোর? এমন ক্যানো করিস ক্যান, একটু হাস প্লিজ৷
আর সহ্য হয় না রিমির,কামরে ধরে সাফিনের ঠোট,শক্ত করে জরিয়ে ধরে,সুন্দর ঠোটদুটোতে আদর করতে থাকে সাফিন৷
এই গল্পের শেষ নেই,হয়তো সাফিনের সাথে রিমি পালিয়ে যায়,হয়তো রিমি সুইজারল্যান্ড চলে যায়,হয়তো কষ্ট সইতে না পেরে ওরা মারা যায়৷
আমি শেষ করতে পারবোনা গল্পটা,গল্পের নাইকার প্রেমে পরে গেছি,শেষ করতে হলে যে সাফিনকে আবার মরতে হবে