মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১০৬- মঙ্গলবার দে

বল্টু স্কুল থেকে S.S.C. পরীক্ষার রেজাল্ট নিয়ে বাড়ি ফিরেছে.....।
বল্টুর বাবাঃ রেজাল্ট কি বল্টু..???
বল্টুঃ বাবা, আমার এক ফ্রেন্ড A পাইছে, ওর বাবা ওরে America- তে ঘুরতে নিয়া যাইবো......!!!
বাবাঃ বুঝলাম, তোর রেজাল্ট কি....???
বল্টুঃ আমার আরেক ফ্রেন্ড B পাইছে, ওর বাবা ওরে Brazil-এ ঘুরতে নিয়া যাইবো.....!!!
বাবাঃ বুঝলাম, এইবার তোরটা বল.......।
বল্টুঃ আমার আরেক বন্ধু C পাইছে ওর বাবা ওরে Canada- তে ঘুরতে নিয়া যাইবো......!!!
বাবাঃ হারামজাদা....!!!!!থাপ্পড় খাবি..... এইবার, নিজের রেজাল্টের খবর নাই .. .. . , .. !!!!
.
বল্টুঃ বাবা, আমারে তোমার France-এ ঘুরতে নিয়া যাইতে হইবো.........!!!
-------------------------------
দুই পাগলের কথোপকথন:
১ম পাগল:আচ্ছা কম্পিউটার চালু করে কেমনে?
২য় পাগল:তুই জানিস না!!!
১ম:না..
২য়:হাহাহাহাহা.. .. এইজন্য মানুষ তোরে পাগল বলে. . . . . .যা রিমোটটা নিয়ে আয় আমি চালু কইরা দিতাছি॥
-------------------------
এক পোলা গেছে হোটেলে মোগলাই খাইতে কিন্তু নাম জানেনা......
ওয়েটার : কি খাইবা মামা ?
ছেলে : ( ঠিকমত নাম জানেনা তাই চুপ) ডানে বায়ে তাকায়...
ওয়েটার : কি হইল মামাহ ?
ছেলে : (পাশে একজন মোগলাই অর্ডার দিসে , কিন্তু ভালো মত শুনতে পায়নি ) মংগলবার দে
ওয়েটার : মঙ্গলবার কিহ ?
ছেলে : আরে বেডা ডিম আর ময়দা মাইখা বড় বড় পুরি বানায়
ওয়েটার : মোগলাই ?
ছেলে :হ ঐডাই
ওয়েটার : আগে কইবেন তো?
ছেলে : আমিত কইছি । তুই বুঝস নাই হালা
ওয়েটার : আপনে কইলেন মঙ্গলবার দে
ছেলে : একিতো বেডা!
বিদেশে ঐটারে মঙ্গলবার কয়
---------------
ছেলে : uncle আপনি কি পুলিশ ?
পুলিশ : হ্যা কেন কি হইছে ?
ছেলে : বাবা বলেছে বিপদে পড়লে পুলিশের help নিতে।
পুলিশ : কি সমস্যা তোমার ? . .
.
ছেলে : জুতার ফিতা খুলে গেছে....
পুলিশ : কি !
-------------------------

আমাদের পচাদা তার ছেলেকে বললো, "তুই পরীক্ষায় পাশ বা ফেল, যাই করিস না কেনো, আমি তোকে একটা বাইক কিনে দেবোই!"

ছেলে বললো, "কোন বাইক বাবা?"

পচাদা, "তুই যদি পাশ করিস তো পালসার কিনে দেবো। আর যদি ফেল করিস তাহলে রাজদূত কিনে দেবো দুধ বিক্রী করার জন্যে!"