দেখে তা পড়ার জন্য বাস থামাল সাথে সাথে ট্রাফিক
এসে জিজ্ঞেস করল-
-অই বেটা বাস থামালি ক্যান, দেখস না বাস থামান নিষেধ।
-নতুনলাগাইসেন, দেহনের জন্যই ত থামাইলাম।
-বেয়াদপ, মুখে মুখে তর্ক করস? দে ৫০০ টেকা দে!!!
২য় দিন বাস ড্রাইভার আজ বাস না থামিয়ে চলে যাচ্ছিল, তবু ট্রাফিক থামাল,
- সার আইজ ত থামাই নাই আটকাইলেন ক্যান?
- থামাস নাই ঠিক তয় থামানের চিন্তা নিশ্চই করসস।
- এইহানে যাত্রী একটু বেশি পাওয়া যায়, তাই একবার চিন্তা করসিলাম।
- চিন্তা করলি ক্যান, দে ৫০০ টেকা দে!!! ৩য় দিন বাস ড্রাইভার আজও বাস
না থামিয়ে চলে যাচ্ছিল, ট্রাফিক থামাল,
- সার আইজ ত থামাই নাই থামানের চিন্তাও করি নাই, আইজ আটকাইলেন ক্যান?
- শালায় কয় কি চিন্তা ভাবনা ছারাই নাকি গাড়ি চালায়, এই জন্যেই ত দুর্ঘটনা ঘটে, দে ৫০০ টেকা
-----------------------------
বাড়িতে আশ্রয় নিল। কিন্তু বুড়ির বাসায় ভাত ছিল একজনের.....তাই বুড়ি ওই ভাতগুলো ওদের খেতে দিল। তখন তিনজনেই চিন্তা করল যে ভাগ করে না খেয়ে একজনেরই খাবারটা খাওয়া উচিৎ..... তারপর তারা সিদ্ধান্ত নিল রাতে যে বেশি সুন্দর স্বপ্ন দেখবে সেই সব ভাত খাবে!!!!
ঘুম থেকে উঠে আক্কাছ বলল: ওরে আমি ঘুমের মধ্যে দেখি সাত আসমানের উপর...আসমান যা সুন্দর তোরা না দেখলে বিশ্বাসই করতে পারবিনা!!!
কুদ্দুছ : আরে বেটা আমি স্বপ্নে একলাফে আসমানে উঠছি, আর একলাফে পাতালে নামছি!! ওইখানে তো একটা বিরাট হাতির সাথে আমার ফ্রেন্ডশিপ ও হয়ছে!! পাতাল যা সুন্দর না!! আচ্ছা কুলকুছ কি দেখলি বল??
কুলকুছ : দোস্ত তোরা স্বপ্নে যায় দেখ, ভাত কিন্তু নাই!!
আক্কাছ আর কুদ্দুছ একসাথে: কস কি? ভাত কই গেল?
কুলকুছ : আর কইস না দোস্ত...রাতে দেখি একটা শয়তান
বিরাট লাঠি নিয়ে এসে আমাকে বলে....ভাত খা নইলে লাঠির
বারি খাবি!! তারপর আমি ভয়ে ভাত খাইয়া ফেলছি!!
আক্কাছ : হারামজাদা চাপা মারছ না? তোরে শয়তান মারতে চাইছিল আমরা কই আছিলাম হা?
কুলকুছ : দোস্তরে আমি তখন তোদের খুজছিলাম। আমার ডানে দেখি তুই নাই...তুই সাত আসমানে!!! বায়ে দেখি কুদ্দুছ ও নাই.... কুদ্দুছ পাতালে!!!! আক্কাইচ্ছা আর কুদ্দুইচ্ছা বেহুশ!!!
----------------------------
ছেলেঃ হ্যালো জানু !
মেয়েঃ হুম বলো ।
ছেলেঃ i miss you....
মেয়েঃ হুম...
ছেলেঃ তোমারে আমি এত্তগুলা বালুবাসি !!
মেয়েঃ হুম....
ছেলেঃ তুমি না ঠিক চান্দের লাহান কিউট !!
মেয়েঃ হুম....
ছেলেঃ এই তুমি হুম হুম করতেছো ক্যান ?
মেয়েঃ হুম......
ছেলেঃ আচ্ছা বাদ দাও !! বলো তো আমি এত্ত গুলি টাকা দিয়ে কি করবো ?
মেয়েঃ ওমা !! কিসের টাকা ? কোথায় টাকা পাইছো গো?
ছেলেঃ হুম....
মেয়েঃ জান বলনা ?
আমাকে শপিং-এ নিয়ে যাবে তো ?
ছেলেঃ হুম...
মেয়েঃ আমাকে চাইনিস খাওয়াবে না ?
ছেলেঃ হুম...
মেয়েঃ প্লিজ প্লিজ বলোনা কত টাকা পাইছো ?
ছেলেঃহুম
মেয়েঃ i love you জান । বলো না কত টাকা ? plz plz?
ছেলেঃ হুম....
মেয়েঃ ঐ তুমি কথা না বললে আমি কিন্তু লাইন কেটেদেব !!
ছেলেঃ ইয়ে মানে !! তোমাকে বিয়ে করলে তোমার পাপ্পা আমাকে যৌতুক হিসেবে যে দশ
লাখ টেকা দিবে, এত টেকা দিয়ে আমি কি করুম ? তোমার পাপ্পাকে বলো আমাকে পাঁচ লাখ টেকা দিলেই চলবে !!
মাইয়া shockzzzzzz
পোলায় Rockzzzzz