প্রথম লোকঃ ভাই, আমার মেয়েটা যা পাকা পেকেছে না !
সেদিন দেখি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছে
দ্বিতীয় লোকঃ তাও তো ভালো, কমই পেকেছে ! আমার ছেলেটা তো একেবারে গোল্লায়
গেছে! সেদিন দেখি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
.
.
লিপস্টিক মুছছে !!!
লিপস্টিক মুছছে !!!
-----------------------------------------
পিন্টুঃ মা বাবা বাড়িতে নেই স্যার!
স্যারঃ কোথায় গেছেন???
পিন্টুঃ বাবা জেলে, আর মা হাসপাতালে!
স্যারঃ খুবই দুঃখের ব্যাপার।
পিন্টুঃ না স্যার আসলে,আমার মা ডাক্তার আর বাবা পুলিশ!!!
-----------------------------------------
টাকা পয়সা ছিল তাই একদিন মোটা ছেলেটা তার বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করলো এবং মোটর সাইকেল কিনে দেওয়া হল
মোটরসাইকেল পেয়ে মোটা ছেলেটি মোটরসাইকেল চালাতে চালাতে মনের সুখে গান গাইতে লাগলো
মোটা_ছেলেঃ "দেখা হে পেহেলি বার সাজান মে তুমসে পেয়ার"
তা দেখে একটা পিচ্চি উচ্চস্বরে হাসতে লাগলো পিচ্চিটার এই কান্ড দেখে মোটা ছেলেটির
কৌতুহল হল তাই পিচ্চিকে জিগাস করলো
মোটা_ছেলেঃ এই পিচ্চি এইভাবে হাসতেছোস কেন?
পিচ্চি জবাব দিল- "দেখা মে পেহেলি বার মোটর সাইকেল সে হাতি সাওয়ার"
#পিচ্চিঃ RockZzzz..
#মোটা ছেলেঃ ShockZzzz
------------------------------------------------
বল্টু গ্রামীণফোন কল সেন্টারে অপারেটরের চাকরি পেয়েছে। কিন্তু প্রথম দিনেই গ্রামীণফোনের কর্মকর্তারা তাকে মেরে চাকরি থেকে বের করে দিলো।
কি হয়েছিল প্রথম দিনে???
ফার্স্ট কলারঃ হ্যালো।
বল্টুঃ হ্যাঁ, বল্টু বলছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি???
কলারঃ আমার জিপি সিমটা নষ্ট হয়ে গেছে! ...
বল্টুঃ আরে পাগল, নষ্ট হয়েছে তো কি হয়েছে??? এখন রবি সিমে সুযোগ
সুবিধা ভাল আপনি একটা রবি সিম কিনে ফেলেন !!
ফার্স্ট কলারঃ হ্যালো।
বল্টুঃ হ্যাঁ, বল্টু বলছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি???
কলারঃ আমার জিপি সিমটা নষ্ট হয়ে গেছে! ...
বল্টুঃ আরে পাগল, নষ্ট হয়েছে তো কি হয়েছে??? এখন রবি সিমে সুযোগ
সুবিধা ভাল আপনি একটা রবি সিম কিনে ফেলেন !!