মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১১৯- রোবট (১৮+)

এক লোক একটি রোবট কিনল। রোবটটির বৈশিষ্ট্য হচ্ছে কেউ এটার সামনে মিথ্যে বললে তাকে থাপ্পড় দেয়...!! তো একদিন লোকটি রোবটটিকে টেবিল এ রেখে পেপার পড়ছে।
তখন তার ১২ বছরের ছেলে রুম এ ঢুকল।
বাবা : কোথা থেকে আসলে?
ছেলে : School থেকে। 
অমনি রোবট কষে একটা থাপ্পড় দিল ছেলেটিকে।
ছেলে : সিনেমা হল থেকে [লজ্জিত সুরে]
বাবা : কি সিনেমা দেখেছো?
ছেলে : Harrypotter.
আবারও রোবটটি থাপ্পড় দিলো ছেলেটাকে।
ছেলে : PORN MOVIE
বাবা : [রেগে গিয়ে] কি বললি? তুই এই বয়সেই PORN MOVIE দেখিস? আমি তোর বয়সে PORN শব্দের অর্থ ও জানতাম না।
সাথে সাথেই রোবটটি বাবার মিথ্যে শুনে তাকে থাপ্পড় দিল।
মা : [হেসে হেসে]

ওতো রাগ করছো কেন..? তোমারই তো ছেলে। 
এবার রোবটটি মা কেও থাপ্পড় দিল!!! 
-------------------------
স্বামী স্ত্রীর ঝগড়ার পর স্বামী অফিসে চলে গেছে।
রাতে স্বামীর ফোনঃ রাতের খাবার কি আছে..??
স্ত্রীঃ বিষ আছে বিষ..!!
স্বামীঃ ঠিক আছে তুমি খেয়ে শুয়ে পড়। আমার আসতে দেরি হবে...!!!
--------------------------
শিক্ষকঃ তোমরা প্রতিদিন নিয়মিত খেলাধুলা করবে ।
এতে শরীর ও মন দুটোই সতেজ থাকবে ।
বল্টুঃ স্যার আমি প্রতিদিন ক্রিকেট ,ফুটবল এবং টেনিস খেলি ।
শিক্ষকঃ গুড বয়। সাব্বাস। তা তুমি প্রতিদিন কয় ঘন্টা করে খেল??
বল্টুঃ স্যার মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত!!!!