মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ১১৬- লটারি তে ৫ কোটি টাকা

বল্টুর আজ প্রথম স্কুল|
Teacher: বল্টু পড়ালেখা কিছু জানো ?
বল্টু : স্যার লিখতে জানি পড়তে জানিনা |
teacher : বেশ তাহলে লিখো |
বল্টু : খাতায় কিছু দাগ দিয়ে , নিন স্যার |
Teacher: এটা কি লিখলে বল্টু ?
বল্টু : স্যার আমি তো আগেই কইছি লিখতে জানি পড়তে জানিনা |
-----------------------

এক মেয়ে লটারি তে ৫ কোটি টাকা পেয়েছে !! . .
কোম্পানি চিন্তা করলো হঠাৎ এই সংবাদ মেয়েকে জানালে মেয়ে খুশিতে মরে যেতে পারে।তাই মদনকে পাঠানো হল এমনভাবে বলার জন্য
যাতে মেয়ে খুশিতে না মরে... 
মদন দা মেয়েকে গিয়ে বললঃ মনে করেন
আপনি ৫ কোটি টাকা পেলেন তাহলে কি করবেন?
মেয়েঃ আপনার সামনে নাচবো, আপনাকে ভালবাসবো, বিয়ে করব শুধু এটাই না অর্ধেক
আপনাকে দিয়া দিব !!
.
শালা মদন খুশিতে নিজেই মইরা গেল!!! 
------------------
ম্যাডামরে কইছিলাম. "ম্যাম, আই আন্নেরে সিরাম ভালুবাসি !"
>রেজাল্টে দেকি হেতের সাবজেক্টে ৯৫% মার্কস পাইছি !!!
.
তো একদিন হেডস্যারকে কইলাম,"স্যার, আমি আপনাকে খুব ভালোবাসি !"
>রেজাল্টে দেকি, হেতে তার মাইয়ারে কইয়া দিছে খবরদার ভুল
কইরাও ঐ ছেলের (A.j.) ধারে কাছে ঘেষবি না ! 
হেতে এতু বেশি বুঝে ক্যারে???
.
একদিন আম্মুরে কইছিলাম, আম্মু তোমারে খুউব ভালোবাসি |
>পরের দিন দেকি হেতে ৫/৬ টুকরা মাংশ নিয়ে আইসা কয়, বাবা খেয়ে দেখতো ভালো সিদ্ধ হইছে কিনা???
>>তো এবার একদিন আব্বুরে কইলাম, আব্বু আমি তোমাকে খুউব ভালোবাসি |
>আব্বু কয়ঃ দ্যাখ বাবা, এ সময় পকেটের অবস্থা খুব খারাপ ! একটা টাকাও দিতে ফাইরবো না !!
(হেতেও দেকি বেশি বুঝে)
.
.
>>একদিন কাল্পুনিক ছুডু বোনটারে কইলাম, তোরে খুব ভালোবাসিরে |
>হেতি কয়ঃ হ বুঝছি ! তবে কুন বান্ধুবীটারে এ কতা কমু তার নামটাতো বল??
.
তো একদিন ছুডু ভাইটারে কইলাম, তোরে খুব ভালোবাসিরে |
>হেতে কয়ঃ দ্যাখ ভাই, গতকালই শার্টটা ইস্ত্রী কইরা আনলাম !
তুই আরে মাফ কর !! (মনডায় কয় হেতেরে ঠাশ কইরা কিচু ১টা দেই !
থাক, ঘরে আবার আব্বায় আছে !)
.
.
. >>একদিন এক বান্ধুবীরে কইছিলাম, তোরে খুব ভালোবাসিরে!
>হেতে কয়ঃ যাক, তোর মাথায় তাইলে কিচু আচে! চল তোরে ফুচকা খাওয়ামু!!
.
.
>>তো একদিন এক বন্ধুরে কইলাম, তোরে খুব ভালোবাসিরে!
>হেতে কয়ঃ মাফ কর মামু! আমারই দেনা ৯০০ টেকা, তোরে ক্যামনে ধার দেই!!
(হেতেরে কেউ চুবাস না ক্যারে??)
.
.
>>শ্যাষে এক অচেনা কিউটিরে কইছিলাম, আমি আপনাকে খুব ভালোবাসি !
>ভাবতাছেন হেতি পরের দিন রিপ্লাই দিছে?? আরে জনাব, পরের দিন হুঁশ পাইয়া দেহি আই হসপিটালের বেডে!! গালের দাগ দেইখা ডাক্তার আমারে কয়ঃ আমি শিওর মাইয়াটার জুতা নিশ্চিত বাটা কুম্পানির !!