পুলিশ : হ্যা !
করিম চাচা : আমার বাড়িতে কালকে চুরি হইছে।
পুলিশ : how ? (কিভাবে) (করিম চাচা ভাব দেখিয়ে ইংরেজীতে বলল)
করিম চাচা : কাটিং দা বাশের বেড়া ! ঢুকিং দা চোর !
লইং দা জিনিসপত্র ! গোয়িং ইন দা ডোর !
পুলিশ : What is বাশের বেড়া ?
করিম চাচা : বাঁশের বেড়া ইজ দা খাড়া খাড়া ! তার মধ্যে পেরেক মারা !
-------------------------------
এক পুলিশ গেল বল্টুর বাসায় তল্লাশি করতে।। তল্লাশি করে জাল নোট ছাপার যন্ত্র পেল কিন্তু একটাও জাল নোট পেলনা।।।পুলিশ:তোমাকে গ্রেপ্তার করা হবে।
বল্টু:জাল নোট তো একটাও পান নি তবে গ্রপ্তার করবেন ক্যান।।
পুলিশ:আপনার কাছে জাল নোটের যন্ত্র পাওয়া গেছে তাই।।
বল্টু:তাইলে আপনার নামে ধর্ষনের মামলা দিমু।
পুলিশ:ক্যান আমি কি কাউকে ধর্ষন করছি?
.
.
বল্টু:কিন্তু ধর্ষনের যন্ত্রতো আছে
--------------------------------
ছেলে : Hi! আপু, নম্বরটা দেবেন?মেয়ে :আগেরটা না পরেরটা?
ছেলে : যেকোন একটা।
মেয়ে : এয়ারটেল নাকি একটেল?
ছেলে : এয়ারটেল
মেয়ে : আমারটা নাকি আমার স্বামীরটা ?
.
ছেলে :
.
না আন্টি, আপনার মেয়েরটা...
----------------------------
রেগেমেগে খেলনার দোকানে ঢুকলেন এক ভদ্রমহিলা।বললেন, ‘এই নিন আপনার খেলনা। আমার টাকা ফেরত দিন।’
.
দোকানদার: কেন, কেন? খেলনাটা তো খুবই ভালো। সহজে ভাঙে না।
.
ভদ্রমহিলা: এটা ভাঙে না। কিন্তু এটা দিয়ে আমার ছেলে ঘরের
সবকিছু ভেঙে ফেলছে!
-----------------------------
একদিন একটি গ্রামে একটি বিমান আছড়ে পড়ল।গ্রামবাসী বিমানের সকল যাত্রীকে মৃত ভেবে কবর দিয়ে দিল। সেই বিমানে এদেশের একমন্ত্রীও ছিল। এখন এই খবর পেয়ে সাংবাদিকরা সেই
গ্রামে গেল খবর সংগ্রহ করতে। ওই গ্রামের সবচেয়ে গন্য-
মান্যব্যক্তি কে প্রশ্ন করল, “সকল যাত্রীই মারা গেছে,এই
ব্যাপারে কি আপনারা নিশ্চিত?”লোকটি বলল,...
. .
“কবর দেওয়ার সময় যদিও মন্ত্রিসাহেব
বলছিলেন যে উনি জীবিত। কিন্তু রাজনীতিবিদ তো তাই
কথাটা বিশ্বাস করি নাই। কবর দিয়া দিসি।”!!