বাবলু আর হাবলু বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা পড়ল এক বাঘের সামনে। বাবলু চট করে এক মুঠো বালু বাঘের চোখে ছুড়ে দিয়ে বলল, ‘হাবলু, পালা!’
হাবলু: কী আশ্চর্য! বালু তো তুই ছুড়েছিস! আমি কেন পালাব?!
-------------------------
জাহাজে চড়ে বনভোজনে যাচ্ছিল একদল লোক। এমন সময় জাহাজ ডুবতে শুরু করল। এক কুস্তিগীর জাহাজের ক্যাপ্টেনের কাছে এসে জিজ্ঞেস করল, ‘এখান থেকে মাটি কত দূর?’
ক্যাপ্টেন: দুই কিলোমিটার।
‘হাহ্! দুই কিলোমিটার তো আমি এক নিমেষে সাঁতরে পার হতে পারি’ বলেই পানিতে ঝাঁপিয়ে পড়ল কুস্তিগীর। এরপর জাহাজের ডেকে দাঁড়ানো ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল, ‘কোন দিকে?’
ক্যাপ্টেন: নিচের দিকে!
--------------------------
তরুণীর পাণিপ্রার্থী এক ডাক্তার আর এক ইঞ্জিনিয়ার…
ডাক্তার প্রতিদিন একটি করে গোলাপ দেয় তরুণীকে; ইঞ্জিনিয়ার দেয় আপেল!
ডাক্তার: এত কিছু থাকতে রোজ রোজ কেন আপেল দাও তাকে?
ইঞ্জিনিয়ার: কারণ, প্রতিদিন একটি আপেল দূরে রাখে ডাক্তারকে!
-------------------------