মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ২৯- আমি কেন পালাব

বাবলু আর হাবলু বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা পড়ল এক বাঘের সামনে। বাবলু চট করে এক মুঠো বালু বাঘের চোখে ছুড়ে দিয়ে বলল, ‘হাবলু, পালা!’
হাবলু: কী আশ্চর্য! বালু তো তুই ছুড়েছিস! আমি কেন পালাব?!

-------------------------

জাহাজে চড়ে বনভোজনে যাচ্ছিল একদল লোক। এমন সময় জাহাজ ডুবতে শুরু করল। এক কুস্তিগীর জাহাজের ক্যাপ্টেনের কাছে এসে জিজ্ঞেস করল, ‘এখান থেকে মাটি কত দূর?’
ক্যাপ্টেন: দুই কিলোমিটার।
‘হাহ্! দুই কিলোমিটার তো আমি এক নিমেষে সাঁতরে পার হতে পারি’ বলেই পানিতে ঝাঁপিয়ে পড়ল কুস্তিগীর। এরপর জাহাজের ডেকে দাঁড়ানো ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল, ‘কোন দিকে?’
ক্যাপ্টেন: নিচের দিকে!

--------------------------

তরুণীর পাণিপ্রার্থী এক ডাক্তার আর এক ইঞ্জিনিয়ার…
ডাক্তার প্রতিদিন একটি করে গোলাপ দেয় তরুণীকে; ইঞ্জিনিয়ার দেয় আপেল!
ডাক্তার: এত কিছু থাকতে রোজ রোজ কেন আপেল দাও তাকে?
ইঞ্জিনিয়ার: কারণ, প্রতিদিন একটি আপেল দূরে রাখে ডাক্তারকে!

-------------------------