মেনু

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

সংকলন ৯- এক যে ছিল রম্য গল্প - ফারহানা ইসলাম

একদেশে দুই রাজনীতিবিদ ছিল। একজন রম্য, আরেকজনের নাম গল্প। তারা দুজন দুজনকে একেবারে সহ্য করতে পারত না। রম্য যদি কোনো বৈদেশিক চুক্তি করত তবে গল্প বলত, ‘রম্য দেশ বেঁচে দিয়েছে বিদেশি শত্রুদের হাতে।’ আর গল্প যদি করত তবে রম্য বলত, ‘দেশের বিরুদ্ধে এ এক বিশাল ষড়যন্ত্র।’ রম্য-এর আমলে রম্য লিগ এবং গল্পের আমলে গল্প দলের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ। নাম পরিবর্তন লীলা নামক এক ভয়ংকর খেলায় দুজন মেতে ছিল। মায়ের বলি হতো দেশের টাকা। সংসদ নামক এক রঙ্গমঞ্চে তাদের সেকি ঝগড়া। দুজনই নিজের আমলে বলে, সংসদ অবমাননা করবেন না। সংসদে ফিরে আসুন, কিন্তু অন্যের আমলে বলে, সংসদে যাওয়ার কোনো পরিবেশ নেই। তাদের এরূপ আচরণে দেশের মানুষের মনে কোনো সুখ ছিল না, মুখে ছিল না হাসি। একদিন এক রাক্ষস গ্রেনেড হাতে ঝাঁপিয়ে পড়ল সে দেশের নিরীহ মানুষের ওপর। অ্যাটাক হলে রম্য ও গল্প, রম্য লিগ ও গল্প দল সব ভয়ে পালাল। বিদেশি বন্ধুরা ফিরেও তাকাল না। অবশেষে তারা নিজেদের ভুল বুঝতে পারল। রম্য ও গল্প এক হয়ে রাক্ষসটাকে প্রতিহত করল। রম্য-গল্পে দেশের মানুষ এখন আনন্দের জোয়ারে ভাসছে। রম্য ও গল্প নয়, বরং তারা ‘রম্যগল্প’ হয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাল। সাম্প্রতিক উইকিলিকসের দেওয়া গোপন তথ্যে জানা গেছে, তারা দুজনই নাকি এখন একে অন্যের সিক্রেট রেসিপি আদান-প্রদান করে।
সোর্স- http://archive.prothom-alo.com/detail/date/2012-05-21/news/259396